জীবনের তপ্ত বালুকাবেলায়
           এ দহন অনিবার্য সংকেত,
ঋতুর সহনীয় রূপ বৈচিত্র্যে
            চাতকের বিদগ্ধ অনিকেত,
জীবনকে জীবনের পাশে
            আবেগের তীর্থ এনে দেয়
শরীরের ইচ্ছে মেরুদণ্ড
             চলমান প্রাণ চর্চা করে নেয়।
এই গর্মি ঘাম অস্বস্তি সুখ
              মেঘের কোল জুড়ে বৃষ্টিরা
আকাশ মাটিতে খেলা খেলা
               দূরের স্বপ্নে অনাসৃষ্টিরা
সহ্যের বুকে বাঁচা হয়ে কেঁদে
               মানুষকে মানুষ শেখায়
পৃথিবীর সবুজহীন চারণ
                ক্ষুব্ধ অনন্ত অবতারণায়।