যে উপার্জনের জন্য তুমি খুব ভোরে
রাস্তায় বেরিয়েছো
সেই উপার্জনের জন্য আমিও তোমার সামনে।
অথচ তুমি অসহায় আবদারে
তিনগুণ উপার্জনে জয়ী হতে চাইছ বার বার,
আমার দিতে বাধা নেই,
তবে আমি ভাবছি
তুমি জমিয়ে রাখতে পারবে তো?


আমাদের এই উপার্জন
বাড়ি গাড়ি আর ইট পাথরের যাঁতাকলে
দিনরাত আর্ত চিৎকার করছে,
ওকে এক টুকরো আকাশ দাও
মেঘ হয়ে উড়তে দাও কিছু বৃষ্টি দাও
কিছুক্ষণ মাটিতে হাত পা মেলে বসতে দাও
তারপর মানুষের জন্য কিছু করতে দাও।


দেখবে তোমার উপার্জন
তোমার মুখ তোমাকে দেখাবে
তাহলেই তুমি চিনতে পারবে মানুষ কে?
কেন মানুষ ক্রমাগত ছুটে চলেছে
শুধুই পার্থিব উপার্জনের দিকে।