আমি জানি আমি ব্যাকডেটেড
ওহে যুবক, তোমাকে তাই আমি কিছু দিয়ে যেতে পারব না।
খোলা আকাশ খেলার মাঠ
ঘাসে পা মাড়িয়ে চলা
নদীর চর হেঁটে চলে যাওয়া রাস্তা
নৌকোর গলুইয়ে বসে চলাৎ চলাৎ
বিকেলের সূর্যাস্ত দিগন্তে হারিয়ে যাওয়া
এসব আমি তোমার মত আদৌ গড়ে তুলতে পারি নি।


আমি জানি আমি প্রাচীনপন্থী
ওহে তরুণ, তোমাকে তাই তোমার উপযোগী
কিছু দিয়ে যেতে পারব না।
এই তো আমাদের ঘুপচি মত ঘর
ফাটাফুটি রাস্তা, রাস্তার ধারে হাত পেতে দাঁড়ানো
কত লোকের যাওয়া আসা
গরম বাতাসে শ্বাস কষ্ট
বেঁচে থাকার অতর্কিতে যে কোন রকম ঘটনা ছাড়া
আর কোন আকাশ ছোঁয়া রূপকথা
তোমার মত করে তোমরা জন্য
আমি গড়তে দিয়ে যেতে পারব না।


আমি জানি আমি না পাল্টানো জেদি একগুঁয়ে
ওহে আগামী, পড়ার কোন বিকল্প
শিক্ষা বোধ বুদ্ধির কোন ইচ্ছেখুশি শর্টকাট
আমি দিয়ে যেতে পারব না।
আমি তোমাকে একটা বয়স পর্যন্ত
শিষ্টাচারে খুব বিরক্ত করে যাব
অধ্যয়নের সন্ধিক্ষণে কোন নিষিদ্ধ
কখনই মেনে নেব না,
একটু আধটু নেশা নেশা ভাব
সব ছেলেমেয়েরা করে এই বাহানায়
শুধু শুধু তোমাকে আমি প্রশ্রয়ে এগিয়ে দেব না,
ও পাড়ার নন্দ যতই ফোকটে ফুলে ফেঁপে উঠুক
কখনই বলব না নন্দ ঘোষ ঠিক
উদাহরণে তাকে কখনই টেনে আনব না।


প্রজন্ম, তোমার নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত আমি আছি
তারপর সত্যি বলছি তোমার হাত আমি ছেড়ে দেব
তোমার বাঁচা তুমিই বাঁচবে
আমি আর তার কোন প্রেক্ষাপটে থাকব না।


আমি বাবা আমি মা এই অবস্থানের বাইরে
তুমি একক তুমি স্বতন্ত্র
তারপর
ওহে যুবক ওহে তরুণ ওহে আগামী
তোমার পৃথিবী তুমি বুঝে নাও।