বাসে দেখছি খুব ভিড়
ট্রেনে দেখছি খুব ভিড়,
চলার পথে ভিড় ফুটপাথে ভিড়
রেশন কার্ড বানাতে ভিড় রেশন দোকানেও ভিড়
আজকাল ডিজিটাল কার্ডের লাইনেও ভিড়।


ব্যাঙ্কে ভিড় পোস্ট অফিসে ভিড়
পঞ্চায়েতে ভিড় বিডিও অফিসে ভিড়
অনুদানে ভিড় প্রকল্পে ভিড়
এমন কি অনাথদের লাইনেও ভিড়।
পরীক্ষাতে ভিড় ইন্টারভিউর লাইনে ভিড়
চাকরি প্রার্থীর ভিড়
এমন কি খোলা পার্কেও ভিড়।


তারপর আছে প্রেমের ভিড় হিংসার ভিড়
পারিবারিক ভিড় সামাজিক ভিড়
শ্মশানের ভিড় রাজদ্বারের ভিড়
আর সবচেয়ে বড় ভিড় রাজনৈতিক ভিড়।


কোথাও যে দু দণ্ড হাঁপ ছেড়ে একা হব
সত্যি বলছি, সে জায়গাটুকুও পাচ্ছি না।
আমার তো মনে হয়
এই ভিড় নিয়ে আমাদের ভাবা দরকার।
আর আপনার?