ভুল ভ্রান্তি হয় তাই তো শেখা যায়
শুধরে নিলেই সঠিক রাস্তা পায়,
মানুষ মাত্রেই স্বভাবে ভুল হয়
তাই তো মানুষ শ্রেষ্ঠ হয়ে রয়।


স্বভাব ভুলে ঠিক ঠিকানা পাই
দম্ভ ক্ষমতা ধংসে সে সব নাই,
মানব গুণে মানবিকতা চাই
পরের জন্য কাজের মাঝে পাই।


মানুষের ভুল এই প্রকৃতি দূর
গড়তে থাকা সভ্যতা দেয় সুর,
কাজ না করলে হয় না কোন ভুল
ফোটে না যে কোন জীবন ফুল।


ভুল ও ভ্রান্তি চলার পথেই হয়
সঠিক করার প্রেরণা তাই রয়,
বাঁচতে শেখা জীবন লক্ষ্যে পাই
আকাশ আলো হৃদয়খানি চাই।