আমি রোজ ভুল শিখি
পাথরের কাছে
পথের কাছে
প্রস্থানের কাছে
আর ভেঙে পড়া ভাঙা হাটের কাছে।


ওরা সবাই
আমাকে আমার রক্ত ধারায় ঝরতে থাকে,
আমি ঝরতে পারি নি
তাই পাথরের মত
পথের ধারে প্রস্থান হয়ে আছি।


ভুল থেকে গেছে ভুল হয়ে
ফুল ফোটে নি।