ভূত সোহাগী ভূতের বাড়ি গা ছম ছম রাত
একলা থাকি ভূতের পুতি কেয়া বাত কেয়া বাত,
নিজের ঘাড়ে নিজেই চড়ে মটকে দিই ঘাড়
তাই দেখে ঐ পাড়ার ভূতোর খুব বেড়েছে বাড়।
লম্বা নখে আঁচড় দিয়েই খুঁচিয়ে বাড়াই ঘা
জানলা দিয়ে উঁকি মারিস ফিসফাস কোন ছা,
বাপের শ্রাদ্ধে পিন্ডি চটকে খাই যে গপাগপ
রাগের মাথায় হুমদোদের দিই যে সপাসপ।
ভূতের এত ভিড়ে শুধু খনখনাখন শুনছি ধ্বনি
ওষ্ঠাগত হচ্ছে প্রাণ ছেড়ে দে মা ভূতের মণি,
বাঁশের ঝাড়ে কড়কড়াকড় ভূতের আমি পুতি
অন্ধকারে গেলেই পাবে ভূতের অনুভূতি।