আস্তে আস্তে সরে যেতে দেখেছি
                  আমার শিশুবেলা
কৈশোর যখন চলে যায় তখনও
                 করেছি ছেলেখেলা
যৌবনের মধ্য গগনে এখন দেখি
                  চন্দ্র সূর্য ও তারা
তবুও আমি কেন যে বারবার
              হয়ে পড়ি দিশেহারা?


ভাবতে ভাবতে সকাল হয় দুপুরও হয়,
                               হয় বিকেল
রাতে বসে ভাবতে থাকি পাই নি সোনা
                              সবই নিকেল;
তবু আমি এই পৃথিবীর ধরা পড়ে যাওয়া
                                     অগ্যস্ত
যা কিছু করি তোমার কাছে হতে পারি যেন
                                    বিশ্বস্ত।