সাধ ছিল যাব আমি তোমাদের ঘরে;
অবশেষে একদিন এলো সেই ক্ষণ।
কথা হল দূরাভাষে গেল মন ভরে;
গেলাম সেখানে ঈদে মিলে তিনজন।


কত খানা পিনা হল, হল কত কথা;
মিলেমিশে এক হল দুটি পরিবার।
হৃদয়ে হৃদয়ে হল ভাগাভাগি ব্যথা;
পরম সেবাতে খুশি হলাম আবার।


মনে হল এটা যেন আমাদের ঘর;
পরিবারের সকলে বড় ভালো লোক।
সেবা যত্নে গেল কেটে প্রতিটি প্রহর;
এমন আদরে লোকে ভুলে যাবে শোক।


স্বপ্নের এ দিনখানি আমার জীবনে
স্মৃতি হয়ে রয়ে যাবে হৃদয়ের কোণে।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২০ শে বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ ৷
ইংরেজি : ৪ঠা মে, ২০২২ ৷
কলকাতা, ভারত।