তাঁর মুখখানি যেন বাংলার পাঁচ;
মুখে কোন হাসি নেই কথা যে নীরস।
যদি হয় গাঁয়ে কোন সঙ্গীত বা নাচ
মুখে তাঁর কটূ কথা বড়ই কর্কশ।


আলোচিত ব্যক্তি তিনি প্রতিবেশী মাঝে;
দিবানিশি প্যাঁচে মগ্ন ভয় নেই মনে।
কখনই তুষ্ট নয় মেয়েদের সাজে;
সকলে অখুশি তাঁর কথা-আচরণে।


ডান বাম সবদিকে থাকে চোখ তাঁর;
তাঁকে দেখে ছোটো বড় সকলেই ভীত।
ঝগড়ায় যেন তাঁর জুড়ি মেলা ভার;
নামে নয় বিশেষণে তিনি পরিচিত।


অন্তরে বাহিরে জ্বলে ক্রোধের আগুন।
এইভাবে কেটে যাবে কত যে ফাগুন।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২৩ শে বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ৭ই মে, ২০২২।
কলকাতা, ভারত।