কলকাতা উপকণ্ঠে বজবজ প্রসিদ্ধ শহর
যেখানে বাদামতলা হাই স্কুল পরিচিত নাম।
এখানেই কেটে যায় আমাদের সুখের প্রহর;
মধুর সম্পর্ক নিয়ে করি কাজ করি ধুমধাম।


বর্ণ ধর্ম নির্বিশেষে ছেলে মেয়ে আসে শিক্ষাঙ্গনে;
বিদ্যালয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করে একসাথে।
শিক্ষকের পাঠদানে প্রবোধের ফুল ফোটে মনে;
উৎসব অনুষ্ঠানে সকলেই মহোল্লাসে মাতে।


প্রকৃতির ক্রোড়ে স্থিত আমাদের প্রিয় শিক্ষালয়;
নাতিদূরে সুপ্রাচীন স্রোতস্বিনী গঙ্গা বহমান।
লেখাপড়া খেলাধুলা নাচ গানে এই বিদ্যালয়
উৎসাহ ও আবেগে যেন বড় ভরপুর প্রাণ।


আনন্দ উচ্ছ্বাসে কাটে সপ্তাহের একেকটি বার।
আমাদের বিদ্যালয় এক বড় সুখী পরিবার।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২৪ শে এপ্রিল, ২০২২।
কলকাতা, ভারত।