বৈশাখে বসেছে মেলা শহর প্রাঙ্গনে;
অপরাহ্নে হয় শুরু প্রবেশ মেলাতে।
সন্ধ্যা হলে মেলা জমে যায় লোকজনে;
বাচ্চারা আনন্দে মেতে বড়দের সাথে।


নিত্য জিনিসপত্র থেকে বই স্টলে স্টলে
বেচাকেনা হচ্ছে কত ধুমধাম করে।
রেস্টুরেন্টে লোকজন যাচ্ছে দলে দলে;
কিনছে খাবার তারা খেতে প্রাণ ভরে।


নাগরদোলাতে চড়ে লোকে মজা পেতে
বড় ভিড় জমিয়েছে তারা কাউন্টারে।
স্টেশনারি শপে আছে মহিলারা মেতে;
খেলনার স্টলে ভিড় ক্রমে ক্রমে বাড়ে।


বাটার বৈশাখী মেলা মিলনের স্থল;
জাতি ধর্ম বর্ণ মিশে করে ঝলমল।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল:১৩ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ২৮শে মে, ২০২২।