এক ফোঁটা বৃষ্টি নেই খরার প্রকোপ;
চারিদিকে হাহাকার জলের আকাল।
সবুজ সতেজ ভূমি হয়ে যায় লোপ;
প্রকৃতির রুষ্টতায় সকলে নাকাল।


ঝড় বৃষ্টি বাদলের নেই পূর্বাভাস;
বৈশাখের দাবদাহে ধূ ধূ করে মাঠ।
পশু পাখি জীব জন্তু করে হাঁসফাঁস;
রাস্তা ঘাটে লোক নেই জনশূন্য হাট।


দিন মানে বিভীষিকা কাটে না প্রহর;
জলাভাবে জলজীব ধুঁকে ধুঁকে মরে।
তৃষ্ণায় মেটে না তৃষ্ণা বড় কষ্টকর।
গবাদি পশুর দল মাঠে নাহি চরে।


প্রাণিকুল আজ বড় বিপদের মুখে;
আপামর জনগণ কেউ নেই সুখে।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১৬ই বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরাজি- ৩০শে এপ্রিল, ২০২২।
কলকাতা, ভারত।