নাম তাঁর বিশ্বজিৎ, নামে নয় গুণে চিনি তাঁকে;
পেশায় শিক্ষক বটে, অতি ভদ্র তাঁর ব্যবহার।
প্রসারিত হস্তখানি অসময়ে দৈব দুর্বিপাকে;
ক্রোধাবেগ নিয়ন্ত্রণে নেই কোন জুড়িদার তাঁর।


নিষ্ঠাভরা প্রজ্ঞাবান মনোহরা দাদা বিশ্বজিৎ;
শ্রমে ঘামে সদানন্দ অভাজনে পরামর্শ দাতা।
পরিবারে কর্মস্থলে অনায়াসে গড়ে দেন ভিত;
বুদ্ধিদীপ্ত  সহকর্মী সমাজের এক সুনির্মাতা।


গল্প-হাসি-বিনোদনে সকলের অতি প্রিয়জন;
আহার বিশ্রাম নিদ্রা প্রতিদিন করেন সময়ে।
আমাদের প্রয়োজনে সদাশয় মেধাবী মনন;
আপন প্রজ্ঞায় সব অবক্ষয় রোখেন নির্ভয়ে।


অঙ্কের শিক্ষক তিনি শ্রদ্ধেয় বিশ্বজিৎ মণ্ডল।
আমাদের বাহুবল সর্বকাজে সহায় সম্বল।


© দীপঙ্কর সাধুখাঁ।
রচনাকাল: ২৩শে জুলাই, ২০২১।