জানালার ধারে তুমি কেন বসে শোনো ওগো প্রিয়া?
পূর্ণিমার এই রাতে তুমি যেন হৃদয়ের পাখি।
দখিনা বাতাস বহে প্রেম বানে ভাসে মোর হিয়া;
তোমার এমন রূপে বিমোহিত স্নিগ্ধ দুটি আঁখি।


আমি শুয়ে বিছানায় লিখে যাই প্রেমের কবিতা;
তুমি মেয়ে, মেয়ে নও যেন এক বসন্তের পরী।
মনে হয় জোছনায় সারারাত জেগে থাকি মিতা;
তোমার হাসিতে কেন এত জাদু বলো মনোহরি।


আগুন লেগেছে মনে ফাগুনের পূর্ণিমার রাতে;
আকাশ নির্মেঘ তাই  ভাসি আমি আনন্দ উচ্ছ্বাসে।
এমন মধুর ক্ষণে তুমি আছো আমারই সাথে;
আমাদের প্রেমলীলা দেখে চাঁদ মিটি মিটি হাসে।


কত ভালো হত প্রিয়া রাত যদি নাহি শেষ হয়।
তোমার ভালোবাসায় ধন্য আজ আমার হৃদয়।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৫ই এপ্রিল, ২০২২।
কলকাতা, ভারত।