আমারও ইচ্ছা হয় যেতে হিমাচলে;
গ্রীষ্মকাল মনোরম বরফের দেশে।
এপ্রিল মে জুন মাসে হিমবাহ গলে
নদীর ধারার সাথে ধীরে ধীরে মেশে।


পাহাড়ের বুক চিরে নদী বয়ে যায়;
সূর্যের আলোতে বড় ঝলমল করে।
উপত্যকা সেজে ওঠে সবুজ আভায়;
অপরূপ দৃশ্য দেখে মন যাবে ভরে।


পাহাড়ের গায়ে গায়ে ফুলের বাহার;
উপত্যকা মুক্ত হয়ে খোলা মনে খেলে।
আকাশের সাথে কত কথা হয় তার;
মনে হয় পাখি হয়ে উড়ি ডানা মেলে।


আমারও ইচ্ছা হয় হিমাচলে যেতে,
প্রকৃতির কাছ থেকে ভালোবাসা পেতে।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল:১০ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ২৫শে মে, ২০২২।
কলকাতা, ভারত।