শোকে দুখে সত্যি আমি হয়েছি পাষাণ;
কি চায় আমার মন বুঝিল না কেউ।
বারে বারে অভিঘাতে যায় যেন জান;
হৃদয়ে উঠেছে বড় অশান্তির ঢেউ।


অতি প্রিয়জন আজ ফিরিয়েছে মুখ;
সাধ ছিল স্বপ্ন ছিল হল না পূরণ।
সব ভেঙে চুরমার চলে গেছে সুখ;
হতাশা প্রতিটি ক্ষণে ভেঙে দেয় মন;


দিন যায় রাত আসে বহে মনে ঝড়;
ঘুমে জাগরণে তাই পাই কত ভয়।
না বুঝে আমাকে তুমি করে দিলে পর;
কখনো শিখিনি আমি কোন অভিনয়।


না জানি ক'দিন বাঁচি শোনো প্রিয়তমা!
যদি কোন ভুল হয় করে দিও ক্ষমা।


রচনাকাল: 4ঠা মার্চ,2022।
কলকাতা, ভারত।