পেশায় শিক্ষক বটে, মনে তাঁর বিদ্বেষের বিষ;
নিজেকে ভাবেন এক অতি বড় শিয়াল পণ্ডিত।
পরিবারে সুখ নেই, মনে জ্বলে অগ্নি অহর্নিশ;
জিলাপির প্যাঁচ মন গড়ে শুধু বিতর্কের ভিত।


ধান্দাবাজ আত্মা তাই দান ধ্যানে মতি নেই তাঁর;
পাথুরে হৃদয়ে তাঁর লেশমাত্র নেই দয়া মায়া।
ঘোলা জলে মাছ ধরে নরোত্তম করেন আহার;
মগজ ধোলাই করে স্বার্থসিদ্ধি করেন বেহায়া।


লঘু গুরু জ্ঞান নেই, বাকযুদ্ধে অতি বড় খল;
পূজনীয় পিতা-মাতা জর্জরিত অবজ্ঞার বাণে।
কুকথায় পঞ্চমুখ, দেখি চোখে রোষের অনল;
শাপমুক্ত পাপমুক্ত কখনো কি হবে গঙ্গা স্নানে?


পেশায় শিক্ষক বটে, মনে তাঁর বিদ্বেষের বিষ।
হৃদয়েতে শান্তি নেই, ষড়যন্ত্রে যুক্ত অহর্নিশ।


© দীপঙ্কর সাধুখাঁ।
রচনাকাল: ৯ই আগষ্ট, ২০২১।