আবার এসেছি আমি নদীর চরায়;
জোয়ারে উত্তাল নদী বাঁধ ভাঙ্গা ঢেউ।
লতা গুল্মে পুষ্প রাজি সুরভি ছড়ায়;
আমি একা বসে আছি পাশে নেই কেউ।


কত ডিঙ্গা কত তরী নদী বক্ষে ভাসে;
জেলেরা মনের সুখে কত মাছ ধরে।
অগণিত লোকজন খেয়া ঘাটে আসে;
মাঝিরা একাগ্র চিত্তে খেয়া পার করে।


শত শত পাখি বসে পাদপের ডালে;
মেতে আছে বিহঙ্গেরা মধুময় গীতে।
মৃদুমন্দ বায়ু বহে অভিনব তালে;
প্রকৃতির এত শোভা দেখিনি অতীতে।


আমি একা নদী পাড়ে তুমি নেই পাশে।
কত স্মৃতি ভাসে আজ মনের আকাশে।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১২ ই জুলাই, ২০২১।