স্বপ্নে আমি দেখলাম আমি আর নেই ইহলোকে;
আমার শরীর  নিয়ে পড়ে গেল সাজ সাজ রব।
চারদিক জনস্রোত, লোকারণ্য ডুবে আছে শোকে;
কত কথা কত মত, শুধু যেন প্রকৃতি নীরব।


আত্মীয় স্বজন বন্ধু প্রতিবেশী বিষন্ন বদনে;
নিন্দুকেরা শোকাহত, আজ তারা সকলেই জ্ঞানী।
আপামর জনগণ ভারাক্রান্ত ব্যথাতুর মনে
এসেছে দেখতে সেই প্রাণহীন অবয়ব খানি।


শ্বেত শুভ্র বস্ত্র পরে শুয়ে আছি জানাযার মাঠে;
হাজার হাজার লোক জমায়েত পূত জানাযায়।
নামাজের পর তারা দেহখানি তুলে নিল খাটে;
সজ্জিত মাটির কক্ষে অবশেষে হল তার ঠাঁই।


হঠাৎ ভাঙল ঘুম, বুঝলাম রয়েছি শয্যাতে।
দুঃস্বপ্ন উধাও হল, দেখি আমি প্রিয়া আছে সাথে।


© দীপঙ্কর সাধুখাঁ।
রচনাকাল: ১১ই আগষ্ট, ২০২১।