হঠাৎ পৃথিবী ছেড়ে যদি চলে যাই,
ফেলোনা চোখের জল কখনোই তুমি।
যদিও জীবন খানি চড়াই খাড়াই
শীতল ও শান্ত  হবে  সমুদয় ভূমি।


শিউলি ফুলের মতো তোমার কাননে
প্রভাতে প্রদোষে আমি হব বিকশিত।
আমার সুমিষ্ট গন্ধে তোমার আননে
পড়িবে খুশির ছায়া, তুমি হবে প্রীত।


তোমার আকাশে আমি চন্দ্রিমার মত
অন্ধকারে ঢেলে দেব রূপালী কিরণ।
তোমার ধরনী থেকে অন্ধকার যত
ঝড় বেগে একে একে  হবে নিবারণ।


হঠাৎ পৃথিবী ছেড়ে চলে গেলে হায়!
আমাকে দেখিবে সদা প্রকৃতি শোভায়।


© দীপঙ্কর সাধুখাঁ।
রচনাকাল: ১৬ই জুলাই, ২০২১।