মনের আকাশ থেকে উবে গেছে বজ্র জলধর;
বিবর্ণ বিরহ নেই, খরাহীন প্রশান্ত আনন।
প্রেমের বৃষ্টিতে ভেজা চারিদিক সবুজে উর্বর;
আমার হৃদয় যেন পুষ্পভরা সজ্জিত কানন।


পাখিরা যেমন করে গান ধরে বসন্ত প্রহরে;
চন্দ্রিমা যেমন করে আলো দেয় পূর্ণিমার রাতে;
ময়ূর পেখম মেলে সদানন্দে শুধু নৃত্য করে;
আমিও তেমনি আছি মহাসুখে তোমারই সাথে।


আমার পৃথিবী থেকে বিষাদেরা করেছে প্রস্থান;
জীবনের নদী আজ বয়ে যায় কল্লোলিত ছন্দে।
মনে আজ ব্যথা নেই, মন এক সুখময় স্থান;
জীবনটা সুশোভিত প্রণয় ও প্রেমের আনন্দে।


তুমি যদি পাশে থাকো, এ লগনে নেই কোন ভয়।
সর্বদা বিজয়ী হব, প্রিয়তমা! কিসে পরাজয়।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১৩ ই জুলাই, ২০২১।