ভালবাসা মুক্ত তাই বাধা কিসে মানে;
দুটি মন মিলে মিশে যায় এক হয়ে।
একজন চেয়ে থাকে অপরের পানে;
আত্মীয়তা হয়ে যায় হৃদয়ে হৃদয়ে।


দুটি প্রাণ এক হয়ে আনন্দ ধারায়
মুক্ত বিহঙ্গের মতো একসাথে ওড়ে।
দু'জনে সীমার মাঝে অসীমকে পায়;
কথা হয় ইশারায় দিন রাত ধরে।


ভালবাসা বীর যোদ্ধা, কাপুরুষ নয়;
অপরের রাঙা চোখে কিবা যায় আসে।
ভালবাসা কোনদিন পেয়েছে কি ভয়?
দুটি মন মেতে থাকে আবেগে উচ্ছ্বাসে।


মানব সভ্যতা টিকে র'বে যতদিন
ভালবাসা বেঁচে র'বে  ঠিক ততদিন।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১৫ই এপ্রিল, ২০২২।
কলকাতা, ভারত।