হাসি খুশি মুখ তার কথা বলে বেশ;
মোটা নয় রোগা নয় নীরোগ শরীর।
নাকে আছে নাকছাবি মাথা ভরা কেশ;
হাঁটার সময় থাকে উঁচু তার শির।


ঝগড়া এড়িয়ে চলে প্যাঁচ নেই মনে;
আত্মীয়-স্বজন-বন্ধু স্নেহ করে তাকে।
সকলেই খুশি হয় তার আচরণে;
ধর্ম-কর্ম-গ্রন্থ পাঠে সদা মগ্ন থাকে।


লোকে তাকে বলে কালো তবু লাগে ভালো ;
চোখ দুটো টানাটানা ঠোঁট দুটো লাল।
তার রূপে খুঁজে পাই জগতের আলো;
সে আলোতে বুনে যাই জীবনের জাল।


এমন সঙ্গিনী পেয়ে বড় ধন্য আমি;
দু'জনের ভালোবাসা জানে অন্তর্যামী।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল:২৬শে বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ১০ই মে, ২০২২।
কলকাতা, ভারত।