কেন তুমি এসেছিলে আমার জীবনে?
বলো কেন চলে গেলে এ হৃদয় থেকে।
শীতে আমি পাখি হয়ে প্রতি ক্ষণে ক্ষণে
ডানা মেলে উড়তাম সোনা রোদ মেখে।

মনের আনন্দে আমি বসন্ত প্রহরে
কোকিল পাখির মতো গাইতাম গান।
গ্রীষ্মের প্রদাহে আমি বৃষ্টি হয়ে ঝরে
জুড়াতাম পৃথিবীর তপ্ত-দগ্ধ জান।


শরতের ফুল হয়ে প্রতিটি উষাতে
ফুটতাম গাছে গাছে ছড়াতে সুবাস।
দখিনা বাতাস হয়ে আমি দিন রাতে
বয়ে যেতাম পল্লীতে ধরে সারা মাস।


দুঃস্বপ্নের মতো তুমি আমার জীবনে
এসে কেন চলে গেলে ব্যথা দিয়ে মনে?


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৩০শে বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ১৪ই মে, ২০২২।
কলকাতা, ভারত।