বৃষ্টি ভেজা দিনে যদি তুমি থাকো ঘরে;
মধুর সময় কাটে জানালার ধারে।
আবেগ আর উচ্ছ্বাসে ঘর যায় ভরে;
তুমি আমি ডুবে থাকি প্রেমের জোয়ারে।


কত মেঘ ভেসে আসে স্নিগ্ধ হাওয়ায়;
ঝিরিঝিরি রিমঝিম বৃষ্টিধারা নামে।
ভালবাসা সুমধুর সুরে গান গায়;
আমরা দু'জনে মাতি বড় ধুমধামে।


বর্ষার দুপুর জমে খিচুড়ি-ইলিশে;
গোধূলিতে দল বেঁধে পাখি ফেরে নীড়ে।
চায়ের চুমুকে যায় দুটি প্রাণ মিশে;
পুরানো প্রেমের দিন আসে ফিরে ফিরে।


বাদলের দিনে যদি তুমি থাকো ঘরে
দুটি মন কথা বলে সারাদিন ধরে।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২৬ শে বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ১০ ই মে, ২০২২।
কলকাতা, ভারত।