এমন বাদল দিনে অবিরাম মেঘ যায় ভেসে;
পাখিরাও ফিরে আসে নিজ গৃহে আবেগ উচ্ছ্বাসে।
সূর্যের প্রখর তাপ ইথারের সাথে যেন মেশে;
ছোট বড় গাছগুলো মাথা তোলে সুনীল আকাশে।


চারিদিকে দেখি শুধু ঘন কালো মেঘের সম্ভার;
ঢেকে যায় অন্ধকার  দুর্নিবার বাজে রণ ডঙ্কা।
মনের মন্দিরে শুধু উঁকি ঝুঁকি স্মৃতির পাহাড়।
হৃদয় প্রাঙ্গনে জমে হিমবাহ অশনি আশঙ্কা।


আকাশের বুক থেকে ঝরে পড়ে বাদলের ধারা;
বিদ্যুৎ চমক দেখি, চক্রবালে অশান্ত নিনাদ। 
ঝড় বেগে বায়ু বহে; প্রকৃতিও যেন এক হারা;
আহারে বাদল দিন! আমি যেন প্রভাহীন চাঁদ ।


তুমি নেই পাশে আজ ; আমি একা জানালার ধারে।
কত প্রেম কত কথা মনে পড়ে শুধু বারে বারে।


©দীপঙ্কর সাধুখাঁ।
রচনাকাল: ১লা আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ।
ইংরাজী: ১৬ই জুন, ২০২১।