আমার পৃথিবী বন্দী করোনার অতিমারি ফাঁদে;
সন্ত্রস্ত কৈশোর তাই দানবের কুপিত ফণাতে।
সমগ্র মানব জাতি অসহায়, চুপিসারে কাঁদে;
ওষ্ঠাগত শিশু প্রাণ, ভাইরাস বিষাক্ত কণাতে।


শিক্ষার বেহাল দশা, রাজনীতি ফাঁকা বুলি আজ;
অপদার্থ সরকার নির্বিকার নিরুদ্বেগ মনে।
কিসের স্বপন দেখে অন্নহীন অভুক্ত সমাজ?
দিনে দিনে বাড়ে ব্যথা, সুখ নেই শিক্ষার্থীর মনে।


অহেতুক কৃতী মুখ দুর্বৃত্তের ব্যঙ্গের শিকার;
এ কেমন অসভ্যতা? সম্মানিত নয় কেন বীর?
গুণীজনের তামাশা কুৎসিত মনের বিকার;
অপরাধে ক্ষমা চাও, এ সমাজে উচ্চ হবে শির।


একসাথে করি কাজ ভুলে গিয়ে সকল বিবাদ।
সকলে একত্র হয়ে অন্যায়ের করি প্রতিবাদ।


© দীপঙ্কর সাধুখাঁ।
রচনাকাল: ২০শে জুলাই, ২০২১।