কলকাতার নন্দনে বসেছিল সাহিত্যের মেলা;
কবি আর সাহিত্যিকে ভরপুর অবনীন্দ্র ঘর।
গুনীজনের প্রভায় আলোকিত হল সন্ধ্যা বেলা;
ছিলেন নূরুল হক মধ্যমণি প্রিয় কবিবর।


গুনীজনের সান্নিধ্যে বাক্যালাপে বিমোহিত আমি;
এমন মধুর ক্ষণ যেন স্বপ্ন, দেখি বারে বারে।
সাহিত্য-কাব্যচর্চায় বঙ্গভূমি নয় অস্তগামী;
এপার ওপার নয় বিভাজিত কোন কাঁটা তারে।


নক্ষত্র খচিত রাতে সাহিত্যের মহৎ পার্বণে
দুই দেশ এক ভাষা মিলে মিশে হল একাকার।
সাহিত্যের জয়গান মুখরিত সাহিত্য কাননে;
জয়ী হল মানবতা, দূরীভূত সকল আঁধার।


রবীন্দ্র সদন যেন আমাদের প্রিয় তীর্থ স্থল
যেখানে আমরা পাই সুখ শান্তি আর মনোবল।


রচনাকাল: ৮ ই ডিসেম্বর, ২০২১।
কোলকাতা, ভারতবর্ষ।