আবার এসেছি আমি সরোবর তীরে;
বসন্তের অপরাহ্নে গাছের ছায়াতে
বসে বসে দেখতাম পাখি ফেরে নীড়ে;
কাটাতাম দিনগুলি উচ্ছ্বাসের সাথে।


আমি একা বসে আজ নির্জন দুপুরে;
গাছে গাছে শত শত ফুল ফুটে আছে।
কোকিলেরা গান গায় সুমধুর সুরে;
এমন মধুর ক্ষণে তুমি নেই কাছে।


রাজ হাঁস জলে ভাসে, করে তারা খেলা;
দখিনা বাতাস বহে অপরূপ ছন্দে।
শতদল ফুটে আছে যেন পুষ্প মেলা;
তুমি নেই তাই আমি আছি নিরানন্দে।


তুমি নেই আমি একা ভাসি সরোবরে।
প্রিয়তম! স্মৃতিগুলো শুধু মনে পড়ে।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১১ই এপ্রিল, ২০২২।
কলকাতা, ভারত।