কে বলেছে সুখ নেই? মহা সুখ ঘুমে।
ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত স্নিগ্ধ দুটি আঁখি।
নয়নের পাতা জুড়ে ঘুম মহা ধুমে;
প্রভাত ভ্রমণ ভুলে মহা সুখে থাকি।


রাতে ঘুম দিনে ঘুম, ঘুমে বিনোদন;
বাদল দুপুরে তাই ঘুমে  মজা পাই।
ভাতঘুমে মহানন্দে মেতে থাকে মন;
ঘুমের পোশাকে তাই নিজেকে সাজাই।


শরীরে বেড়েছে মেদ, রক্তে উচ্চচাপ;
সারাক্ষণ ঘুমে তবু ক্লান্তি নাহি আসে।
এখন ঘুমের দিন, হৃদয়ে উত্তাপ;
কাজ কর্মে কত জ্বালা, ঘুমের উদ্ভাসে।


ঘুম সাথী ঘুম প্রেম ঘুম কল্প কথা।
ঘুম ছাড়া প্রাণহীন, কিসে অমরতা।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৮ ই জুলাই, ২০২১।