আমার জীবনে কবে আসিবে সুদিন?
অভাগা কপাল নিয়ে জন্মেছি যে আমি।
শৈশবের দিনগুলি ছিল শান্তিহীন।
কৈশোর কেমন ছিল জানে অন্তর্যামী।


আবার কি যাবে চলে অতি প্রিয়জন?
এখন সময় কাটে বড় যন্ত্রণায়।
কে বোঝে আমার জ্বালা অসহায় মন;
যতবার ভাবি আমি বড় ব্যথা পাই।


এবার কি জীবনের তাঁর যাবে ছিঁড়ে?
দুশ্চিন্তা আমাকে যেন কুরে কুরে খায়।
অবিরত যুদ্ধ চলে ভিতরে বাহিরে;
শেষ রক্ত বিন্দু দিয়ে চালাবো লড়াই।


সততার পথ ধরে লড়ে যাব একা।
নিয়তি না আমি জিতি বাকি আছে দেখা।


©দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২১শে বৈশাখ, ১৪২৯।
ইংরেজি: ৫ই মে, ২০২২।
কলকাতা ভারত।