কেন তুমি চলে গেলে দিয়ে মনে ব্যথা;
তুমি নেই আমি একা কাটে না সময়।
দিনে রাতে সারাক্ষণ হত কত কথা;
তুমি ছাড়া এ জীবন শূন্য মনে হয়।


কাছাকাছি পাশাপাশি ছিল দুটি মন;
দু'জনে যেতাম ভেসে প্রেমের উচ্ছ্বাসে।
তুমি ছিলে হৃদয়ের বড়ই আপন;
স্মৃতিগুলো বারে বারে তাই ফিরে আসে।


একসাথে কফি খেতে যেতাম দু'জনে;
মিলেমিশে একাকার হত দু'টি প্রাণ।
প্রিয়তম তুমি কেন গেলে নির্বাসনে?
যেখানেই থাকো তুমি, ফিরে এসো জান।


হৃদয়ে উঠেছে বড় অশান্তির ঢেউ।
তুমি ছাড়া এই জ্বালা বোঝে না তো কেউ।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৭ই এপ্রিল, ২০২২।
কলকাতা, ভারত।