আকাশের বুকে দেখি ঘন কালো মেঘের পাহাড়;
শ্রাবণের অপরাহ্নে সূর্য তাই হয়ে গেছে ম্লান।
মেঘের গর্জন শুনি চারিদিকে বজ্রের হুঙ্কার;
আমার হৃদয়খানি হয়ে যায় ভয়ে খান খান।


এ সময় ইচ্ছা হয় ফিরে পেতে শৈশবের মাকে;
মাতৃক্রোড়ে বর্ষাদিনে সারাক্ষণ পেতাম আশ্রয়।
এমন বাদল দিনে, মা আমার বলতো আমাকে -
থাকবি আমার কাছে নিরাপদে নেই কোন ভয়।


শঙ্কিত হৃদয়খানি মাতৃস্নেহে, পরম আদরে
বর্ষা বাদলের মাঝে হয়ে যেত ভয়-ডরহীন।
শ্রাবণের অপরাহ্নে মন যেত মহানন্দে ভরে,
মাতৃক্রোড়ে যদি আমি কাটাতাম বাদলের দিন।


বারবার ভাবি আমি যদি ফিরে পেতাম আবার
শৈশবের দিন আর বুক ভরা ভালোবাসা তার।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৩১শে বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি:১৫ই মে, ২০২২।
কলকাতা, ভারত।