বেঁধেছিলাম দু'জনে ঘর কত সুখে;
সেখানে ছিলাম বড় আনন্দের সাথে।
ঘর ছেড়ে চলে গেলে ব্যথা দিলে বুকে;
তুমি কি পারবে একা জীবন কাটাতে?


জীবনটা এক বড় কঠিন সফর;
চলার সময়ে পথে আসে কত বাধা।
কখনো বা মনে হয় উঁচু মহীধর;
মাঝে মাঝে মনে হয় যেন এক ধাঁধা।


মুক্ত বিহঙ্গের মতো উড়েছি সুদূরে;
দেখেছি আকাশে কত মেঘ খেলা করে।
দু'জনে ভিজেছি কত বৃষ্টি ও রোদ্দুরে;
গেয়েছি সেখানে কত গান প্রাণ ভরে।


একবার ফিরে এসো শোনো তুমি প্রিয়ে;
আবার বাঁধবো ঘর ভালোবাসা দিয়ে।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ১৯ই  মে, ২০২২।
কলকাতা, ভারত।