আকাশে বাতাসে আজ বেদনার স্বন;
দেশে দেশে বহে যায় মড়কের ঝড়।
করোনার মহাত্রাসে শঙ্কিত জীবন;
শহরে ও গ্রামে শুনি বিলাপের স্বর।


মানুষের নাক মুখ মাস্কে আচ্ছাদিত;
কাজ কর্ম বন্ধ আজ, গৃহে বন্দী লোক।
আত্মীয়-স্বজন-বন্ধু সকলেই ভীত;
চারিদিকে দেখি শুধু ভারাক্রান্ত চোখ।


মানব সভ্যতা আজ বিপদের মুখে;
পৃথিবীর এই রূপ দেখিনি অতীতে।
আপামর জনগণ  কেউ নেই সুখে;
মৃতদেহ ভেসে আসে নদীর গতিতে।


রক্ষা করো পৃথিবীকে, জগৎ বিধাতা!
পৃথিবী অসুস্থ আজ, তুমি হও ত্রাতা।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১১ ই জুলাই, ২০২১।