রিমঝিম ঝিরিঝিরি বৃষ্টি নেমে এলো;
শীতল বাতাস বহে এলোমেলো ছন্দে।
খরার প্রকোপ থেকে ধরা মুক্তি পেল;
সকলেই খুশি তাই মেতেছে আনন্দে।


বৈশাখের দাবদাহ নেই কোনখানে;
শুষ্ক রুক্ষ জমি আজ সত্তা ফিরে পেল।
খুশির জোয়ার এলো প্রত্যেকের প্রাণে;
অনাবৃষ্টির প্রদাহ ভূমি থেকে গেল।


ধুলিময় পৃথ্বী আজ নূতন বসনে;
পশু পাখি জীব জন্তু পেল বড় স্বস্তি।
লেলিহান শিখা নাহি জ্বলে কারো মনে;
জলাশয়ে জলজীব করে যেন মস্তি।


ঝিরিঝিরি বৃষ্টি নেমে এলো অবশেষে;
অনাবৃষ্টি অভিশাপ কেটে গেল শেষে।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১৭ই বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ১লা মে, ২০২২।
কলকাতা, ভারত।