দেখেছি অনেক স্বপ্ন ঘুমে জাগরণে;
কাটাতাম একসাথে মহাসুখে দিন।
দু'জনে বাঁধিবো ঘর ইচ্ছে ছিল মনে;
দিলে ভেঙে সেইসব, আমি সঙ্গীহীন।


আমার জীবনে তুমি হয়ে আঁখি তারা;
এসে ফের চলে গেলে করে দিয়ে পর।
এখন একাকী থাকি আমি সাথীহারা;
মনের আকাশে তাই বয়ে যায় ঝড়।


তোমাকে যে ভালোবাসি জানে অন্তর্যামী;
চোখে আজো ভেসে ওঠে হাসি মুখখানি।
সময়ের ঘন্টা বাজে দিন গুনি আমি;
নীরবে নিভৃতে ঝরে দু'চোখের পানি।


প্রিয়তমা শোনো তুমি, আমি বড় দুখে;
এসো তুমি ফিরে এসো, নাও টেনে বুকে।


@ দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১লা মার্চ, ২০২২।
কলকাতা, ভারতবর্ষ।