এ কেমন কথা বল তুমি এই গোধূলি বেলাতে?
তোমাকে কি ব্যথা দেয় আমাদের সেই মধুমাস?
দুজনে ছিলাম কত সুখে পূর্ণিমার সেই রাতে;
সেগুলো অতীত তাই কথা বলে শুধু ইতিহাস।


কত কথা কত প্রেম, কত কাছে ছিলাম দুজনে;
আমার যুগল আঁখি ছিল ভরা প্রেমের আনন্দে।
কথা ছিল কথা হবে পাকা কথা হবে সেই ক্ষণে;
বসন্তের স্নিগ্ধ বায়ু বইছিল অপরূপ ছন্দে।


হঠাৎ নূপুর গেল খসে বাতাসের দু'চরণ থেকে;
কানে এলো,ক্ষমা করো তুমি, কথা না রাখার জন্য।
বিদায় তোমাকে তাই শেষবারে আলিঙ্গন মেখে;
শুরু হলো পথ চলা পথ সাথী পেয়ে আমি ধন্য।


এ কেমন কথা শুনি পুরাতন, গোধূলি বেলাতে?
আমি আছি সারাক্ষণ মহাসুখে নূতনের সাথে।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২৫ শে জুলাই, ২০২১।