ঘুমঘর
কাল স্বপ্নে এক বন্ধ ঘরে পেলাম নিজেকে ;
পৃথিবীর সকল মানুষের ব্যর্থতায় ভরা সে ঘর ,
বহু ফাইল বন্দি ব্যর্থ স্বপ্ন আর প্রতিশ্রুতি –
ব্যর্থতার নানা রঙে মাখা সে ঘর ।
কোথাও গলাপের গন্ধে প্রেম নিবেদন ;
চন্দন আর আলতা – বাজার বড়ই সস্তা ,
বাদামের খোসার মতন বাদমী জীবণ ,
বেকার এ সব কাব্য চর্চা ।
ঘুমঘর নোনা জলে স্যাঁতস্যাঁতে –
হাঁপিয়ে ওঠা নিঃশ্বাসে তপ্ত ;
ক্ষুধার আগুনে দেহ কে সেঁকা –
উনুনে ঘুমিয়ে কয়লা ।
উদ্বাস্তুর মিছিল সে ঘরে ,
কাঁটাতার পেরিয়ে খোলা জানালা ।
উপুর হয়ে শুয়ে সমুদ্র পারে –কোন স্বপ্ন মৃত আজ ,
ঘুমঘর ঘুমিয়ে কেবল , আমার চোখ জেগে ।
বন্দুকের মন্ত্রপাঠে ধর্মপ্রচার ,
বোতলে অ্যাসিড ভরে ভালবাসার দাবি ;
মূল্য বৃ্দ্ধি জীবনের – মৃত্যুর সেন্সেক্স নিম্নগামী ।


ঘুমঘর কী কেঁদেছিল কাল রাতে ?
ঘুমঘর কী বোঝে সহিষ্ণুতার মানে ?
হঠাৎ - কি যেন শব্দ , কেঁপে ওঠে ঘুমঘর ,
কে যেন চেঁচিয়ে বলে –
ছোট্ট বালক আর মোটা মানুষ আসছে ,
বন্ধু পালাই চল , ঘুমঘর থাকুক ঘুমিয়ে ।