কাগজে কলমে নয়
             মেধা-মননে।
           হোক প্রতিবাদ।।
            চুপি চুপি নয়
    জাগ্রত আন্দোলনে
               গড়ুক বাধ।


                  নষ্ট চিন্তা
          পথভ্রষ্ট পথিক!
  পঁচন ধরেছে সমাজে।
                 ধিক ধিক
        যারা সভ্য সাজে
               তারাই হন্তা।


           জগৎ অন্ধকার
          জাতি নির্বিকার।
  অপরাধের পুনরাবৃত্তি।
       দীর্ঘমেয়াদি বিচার
           হয় কি নিষ্পত্তি?
  কি উপায় তবে বাঁচার!!

   আর নয় মানব বন্ধন
নয় আলোক প্রজ্জ্বলন।
               ধর্ষকের বুকে
                  বুলেট চাই।
            বিচার একটাই।
জাতি শিখুক শাস্তি দেখে।


আর কোন অজুহাত নয়
       নিন্দা জানানো নয়
                গভীর শোকে।
       জনতার আদালতে
       তাজা বুলেট বিঁধবে
                ধর্ষকের বুকে।
                


২১ আশ্বিন ১৪২৭
চট্টগ্রাম