এক যুগ থেকে জিইয়ে রাখা প্রেম!
চোরাবালিতে হারিয়ে যাওয়া আবেগ
মরে নি! আবার কখনো-
বেঁচে ফেরার দূরাশাও করে নি।।


কিন্তু বিধির বিধান! নিয়তির পরিনতি!
অদ্ভুত! আশার আলো ছিলো না বলেই
হয়তো আঁধার কেটে যাবার প্রয়াস করছে।
ছেঁড়া পালের গোদায় তাই লেগেছে মিষ্টি হাওয়া...


তোমাকে প্রথম দেখায় আমি কুপোকাত!
দ্বিতীয়বারের মতো আমার ছন্দপতন।
উপলক্ষের অভাবে সাক্ষাত হয় নি বলে
বারো বছর সুপ্তই ছিলো প্রথম দেখার প্রেম।


ভাগ্যের ফেরে অবশেষে দেখা পেলাম তোমার
কোন এক অকস্মাৎ সাক্ষাতে! অতঃপর
বাক্য বিনিময়ে যেনো ফিরে পেলাম হারানো সুর, আর-
সবুজ সংকেত বেজে উঠলো হৃদয় পিঞ্জরে।


জীবনের সন্ধান করে আমি পেয়েছি তোমায়
ধূলোমাখা স্বপ্নগুলোতে ফিরেছে চাকচিক্য;
অদৃশ্য ইশারায় কেবল ছুটছি। ছুটছি তোমার দিকে।
তোমায় নিয়ে এবার পাড়ি দিতে চাই সাত সমুদ্দুর!


----------------------------
১৮/০৬/২০১৮