দূর্গা পূজা শুরু হয় শারদ প্রভাতে
ষষ্ঠীতে হয় মায়ের অকাল বোধন,
মায়ের আগমনে ধরা হয় শোভন
অসুর বিনাশে সুখ ফিরে দুনিয়াতে।
নারী শিশু বৃদ্ধ সবে উৎসবে মাতে
ভুলে যায় সব লোকে অরণ্য রোদন,
মায়ের আরাধনায় মগ্ন জোড় হাতে
পাপ চিন্তা সরে হয় মনের শোধন।


দূর্গতি নাশিনীর কাছে আমৃত্য ঋণ
বেঁচে যখন আছি, তা মায়ের অর্পণ,
উল্লাস চলে উৎসবের চার দিন।
মা দূর্গার পদতলে পুষ্পক সমর্পণ,
তিন দিন কাটে যেন নেচে ধিন ধিন
দশমীতে বিষাদ, মায়ের বিসর্জন।।