অহমিকা বোধ!
তলানিতে ঠেকায় কতিপয়ক সাধুকে।
আবার কেউ কেউ ঊর্ধ্ব-গগনে চড়ে
মস্তক উঁচু করে অহমিকায়!


বৈষয়িক প্রাপ্তি শূন্য হবে হয়তো
বিনয়ের কোঠায়!
আকাশচুম্বী বিলাসিতা নেই;
আছে তবু আত্মতৃপ্তির সুখ।


দিনের আলোয় গরিমার গর্জন, কিন্তু-
রাতের নিরবতায় নিদ্রাহীন;
সূর্যের তেজে বিনয় কুপোকাত
নিশিতে তবু শান্তি-মধুর স্বপন।


অহমিকা ধ্বংসের পথে নেয়
তিলে তিলে কারো অজান্তেই;
আর বিনয় কেবলই সৃষ্টি করে
দৃঢ় করে ব্যক্তিত্বের বলয়!!


০৫/০৯/২০১৮