১.
আমি তো পরিনয় চাই নি--
চেয়েছি পরিচয়;
আমি তো দু'টো প্রাণের মিলন চাই নি--
চেয়েছি  দু'টো নামের সৌজন্য বিনিময়।


২.
নীরবতা তোমার ফ্যাশন
কষ্ট পাওয়া আমার অভ্যাস।


৩.
আজকাল কেউ আর কবিতায় বাঁচে না,
সবার মোহ টাকা।
আজকালের সম্পর্ক সততায় টিকে না,
দরকার শুধু চাপা।


৪.
আগত সময়ের অপেক্ষায়
আমি পথ চেয়ে রই,
প্রতীক্ষার পর ফিরি খালি হাতে,
আমি যে এমন কেউ নই!!


৫.
শূণ্যতায় যার শুরু
অপূর্ণতায় তার শেষ।