এ কেমন পথ চলা?
কি যেন হারিয়ে গেছে-- অথচ
আমার কাছে কিছুই নেই।
না পাওয়া কিংবা হারিয়ে যাওয়া
এ কী বেদনার উৎস?
এ কেমন পথ চলা?!


হাসিটা যেন লুকিয়ে থাকে
কালো মেঘের অন্তরালে!!
অথচ আমার এতো দুঃখ কিসে?
এ কোন চাপা কান্নার সুর?
যে সুরের মূর্ছণায় বিষাদ এ মন।
এ কেমন পথ চলা?


আমি কোন আঁধারে ডোবে আছি?
কোন এক অজানায় হারিয়েছি!
এ কি সফলতা নাকি ব্যর্থতা?
আদৌ কী মিলবে সে হিসাব!
হয়তো ফলাফলে হবে শূন্য।
তবে এ আমার কেমন পথ চলা?!


পা ফসকে হয়তো পড়েছি কোন খাদে,
তবে কী মুছে ফেলবো সব?
আমি আজ শ্রান্ত;
মুক্তির প্রতীক্ষায়!
মুক্তির সন্ধানে ঘুরে বেড়াই...
হয়তো বা এক সময় মিলবে কিংবা না;
সে আশায় পথ চলা আমার।।


রচনাকালঃ ২১/১১/২০০৫