আমার হৃদয় আয়নার যার প্রতিচ্ছবি ভাসে
উত্তাল ঢেউয়ের সাথে সাথে দোলা দেয় যে,
আমার চিন্তার কারাগারে যে আজন্ম বন্দী
          সে অন্য কেউ নয়--শুধু তুমি।


যার চোখে আমি রঙীন স্বপ্ন বুনি
মনের কোঠায় এঁকেছি এতো আল্পনা
যার জন্য শঙ্কিত আমার রাতের ঘুম,
          সে অন্য কেউ নয়--শুধু তুমি।


যাকে পাবার আশায় আকুল এ অস্থির মন,
এক পলকের দেখায় ভুলি সমস্ত কষ্ট,
যাকে ভালোবাসি প্রাণের চেয়েও বেশি
          সে অন্য কেউ নয়--শুধু তুমি।
                      শুধু তুমি।।


রচনাকালঃ ১৫/০৫/২০০৩