বিভ্রান্ত পথিক হয়ে যখন আমার-
চারপাশে ঘুরে বেড়ায় শূন্যতার মেঘ।
তখন তোমার আলোক ছটায়-
সঞ্চারিত হয় প্রাণ নিষ্প্রাণ এ দেহে।


ক্লান্ত হয়ে যখন নীড়ে ফিরি
বুদবুদ করে ভাবনাগুলো-
ইচ্ছাগুলো উঁকি মারে তোমার আঙিনায়!
জেগে উঠে সুপ্ত কথামালা,
বাতাসের ঘ্রাণে মিশে যেতে চায় তোমার নাসিকায়!


আমার বাগানে প্রস্ফুটিত গোলাপ-
তোমার স্পর্শের প্রতীক্ষায় মগ্ন থাকে।
ছোট ছোট চিন্তাগুলো জমতে জমতে-
হয়ে উঠে কল্পনার উত্তাল ঢেউ,
আকাঙ্ক্ষা বিচ্ছুরিত হয় আমার-
লুকায়িত মলিন আকাশের বুকে।


বার মনে হয় যেন তখন-
তুমি হীন যেন আটকে যায় সময়ের স্পন্দন!
তোমার উপস্থিতিতে আন্দোলিত হয় প্রাণ,
আর মন কাঁদে তোমার নীরব প্রস্থানে!


রচনাকালঃ ২৪/০৪/২০১৬