কারো বারা ভাতে ছাই দিলে
রাজপথে মিছিল হয়
কিল-ঘুষি, চর-থাপ্পরের,
আমি যে আমি হতে চাই না
তার প্রতিবাদ নেই, মিছিল নেই।
আমি মানুষ হতে চাই না
তার প্রতিবাদ আছে, মিছিল আছে।
মানুষের সমাজে মানুষ আমাকে হতেই হবে
ছ্যাঁচড়া, ট্যাঁরা, হিংসুটে, লোভী, ভণ্ড, খুনি প্রভৃতি
যার বৈশিষ্ট্য সেই মানুষ
আমাকে হতেই হবে। কিন্তু
আমি শুধু আমি হতে চাই
হাত, পা, চোখ, মুখ, নাক, কান প্রভৃতি
যার গাঠনিক বৈশিষ্ট্য সেই মানুষ
হতে চাই, হতে চাই সেই মানুষ
যূথিকা, বেলি, সন্ধ্যামালতির সুগন্ধি
যার হৃদয়ে, আর যে নিজেই এক বৃক্ষ।