স্মৃতির পাতায় স্মৃতি অমলিন থাকে সর্বদা
সময়ের গোঙানিতে শুধু মানুষ ভুলে যায় সেসব,
আমি ভুলিনি, স্মৃতির মহাসমুদ্রে উত্তাল ফেনিলে
মনে পড়ে মোনামোনির গল্প, চিলঘুড়িতে স্বপ্নিল দেশ
পাড়ি দেয়ার অভিলাষ, ঢেল-দুপুরে ডাংগুলির মাঠ
নতুন পথের নেশায় উদ্দাম ছুটে চলা, মনে পড়ে
খেজুর কাঁটায় উল্লসিত ব্যথার দুষ্টুমি, পুকুরপাড় আর
ঝোপঝাড়ে সিনেমাটিক অভিনয়, মনে পড়ে
শঙ্কিত আলয়ে পরিবার গল্পের আখ্যান, আনন্দ স্পর্শের কবিতা
কোলাহলের আয়োজনে ভেংচি কাটার উৎসব,
সাতরঙে এক রামধনু সৃষ্টির শুভলগ্ন, মনে পড়ে
চেনা গন্ধের 'অ' 'আ' 'ক' 'খ' সবুজাভ কথামালা,
শাপলার দল, শামুক, পুলমনি, কান্দর
মনে পড়ে মুহূর্তে ফেলে আসা আমার ছায়া।